শিরোনাম

10/recent/ticker-posts

একটু সদিচ্ছা হলেই বদলে দিতে পারি পুরা বিশ্ব।


 সন্তান বাইরে গিয়ে কি করছে, কার সাথে আড্ডা দিচ্ছে, কোন খারাপ কাজের সাথে আছে কিনা কোন বাজে বন্ধুদের সাথে চলছে কিনা নাকি আবার কোন নেশায় বুদ হয়ে নিজেকে ঠেলে দিচ্ছে গহীন অন্ধকারে। এসব দুশ্চিন্তা থেকে রেহাই পেতে বাবা মায়েরা কম্পিউটার, ইন্টারনেট গেমস গুলো এক সময় হাতে তুলে দিয়েছে তাদের বাচানোর জন্য, এতটকু শান্তনা ছিল যে সন্তার তাদের বাইরে না গিয়ে চোখের সামনে আছে। এতে শান্তি পাওয়া যায়।

 

কিন্তু বিজ্ঞান সময়কে আজ পেছনে ফেলে যত সামনে যাচ্ছে তত আমাদের ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়া দেয়ার মত ঘটনা। সন্তান আমার সামনে থেকেও এখন নিরাপদ নয়।



 

আমরা আজ কি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্ত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে মাত্র ৫০/- রিচার্জ করতে না পারায় অভিমানে আত্মহত্যা করছে, অন্যের মোবাইল চুরি করে বিক্রি করে ডায়মন্ড/পয়েন্ট কিনে গেমস খেলছে, বাবার পকেটের টাকা সরিয়ে নষ্ট করছে এই গেমের পেছনে। আপনারা দেখছেন এইরকম অনেক ঘটনা ঘটছে এখন আমাদের চারপাশে।

 

সময় এসেছে এসব ব্যাপারে সীদ্ধান্ত নেয়ার। যারা আগামীকে নেতৃত্ব দিবে, যাদের কে আমরা আগামীর বাংলাদেশ বলে সম্বোধন করি তারা আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা চাইনা তারা অকালে ঝরে পড়ুক।

 

তাদের ফেরানোর পরিকল্পনা চাই, চাই সুন্দর একটি উদ্যোগ। ছেলেমেয়েরা অনেক সময় পড়াশুনা হতে দূরে থাকায় এমনটা হচ্ছে বলে অনেকে বলছেন। আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই তিনি যেন একটি সুন্দর পরিকল্পনা প্রনয়নের নির্দেশ দেন। যাতে আমাদের আগামীর বাংলাদেশ হয় বিশ্বের কাছে তুলনা করার মত।

 

সুন্দর হোক পৃথিবী, মানবিক হোক আমাদের আচরন।

তবেই সমৃদ্ধির চুড়ায় উঠবে দেশ, শান্তিতে হবে বিচরন।

সুন্দর একটি আগামীর প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের কাছ হতে।

সকলের জন্য শুভ কামনা।


ধন্যবাদান্তে

জামাল হোসেন রানা

প্রধান নির্বাহী

স্বাধীনতা টেলিভিশন

ঢাকা, বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ