ওহ ! আমি হেই সকাল থেইককা ডাস্টবিনে অপেক্ষা করছি, কিন্তু খাওনের জন্য কোনো কিচ্ছু পাইতাছিনা। যা-ই কিছু খাওন আছে অসভ্য কুত্তা তা খাইয়া ফেলাইছে। আমি এহন কি যাই ?
অই অই অশিক্ষিত কুত্তা আমার খাওন খাইছস কেন? তুই কি জানোস না আমারও খিদা লাগে? তুই তো অন্যহানে গেলেও পারতি!
ভাবছিলাম আইজকা ভালা মত মজা কইরা খামু। আমি ভালা খাওনের যেই সুন্দর গেরান পাইছি অই অবিসারের বাড়িতে। আমি এই খাওনের উচ্ছ্বিষ্ট খাইতে বইয়া রইছি। অই কুত্তা তুই কি জানোস না আমাগো দেশের সব মানুষই এক, তোর লাইগ্যা কইলজাডা জইলা যায় তাগো, আমার লাইগ্যা তো জলে না, তারা কুত্তার লগে নিজেগো আনন্দ ভাগ কইরা সুখ লয় আর বেবাক লোকেরে দেহায় কুত্তা পাইল্লা বাহাদুরি করে। অই কুত্তা তোগো সুখের জন্য তো বেতন দিয়া লোক ও রাখে, কিন্তু আমরা যদি আমাগোর ল্যাইগ্যা কোন সাহায্য চাই আমাগোরে ধুর ধুর কইরা তাড়াইয়া দেয়, আমাগো তো বাপ মা নাই আমাগোরে তো কেউ যত্ন করে না। আবার কয় আমরা নাকি জাতির জন্য অভিশাপ, ভবিষ্যতের জন্য সমস্যা, জাতি ও দেশের জন্য শত্রু!!!
অই কুত্তা তুই ই ক' যদি আমাগো সামর্থ্য থাকতো তাইলে আমরা কি সমাজের বড়লোক এর খাওন চাইতাম? সামর্থ্য থাকলে তো আমরা ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী হইতে পারতাম। আমি যদি সূযোগ পাই তাই একটা গরীব থাকতো না হগলেই পেট ভইরা খাইতে পারতো। কিন্তু আল্লায় তো আমারে এই সুযোগ দিব না, জানি না কেন দিব না?
এহনকার বড় লোকগো টেহা পইশা কই রা জানস, হেগো টেহা পইশা ড্রাম, ট্রাঙ্ক, গদি, বালিশ এর ভিতরে রাহে।!!!
হেগো মেলা টাহা পইশা আছে! হেগো বাচ্চাগো যদি কদ্দুর জ্বর অয় তাইলে হেরা পাগন হইয়া যায়, আর আমাগো কুত্তার মতও দেহে না। আমার কাছে কি মনে হয় জানস, আমার কাছে মনে হয় সব প্রেম ভালবাসা আল্লায় শধু তাগো বাচ্চাগো লাইগাই দিছে। আমাগোর প্রধানমন্ত্রী কইছে এদেশে একটা গরীব ও রাখবো না। হেরা আমাগো দেশের উন্নয়ন করবো! এহন বুঝছি কেমনে গরিব কমাইবো!! আমরা যহন না খাইয়া খিদার জালায় মইরা যামু, আমাগো গরীবদের জন্য কোন খাওন দিব না। তহন তো আমরা এমনেই মইরা যামু, আর আমরা মইরা গেলেইতো দেশে গরীব কইমা যাইবো, দেশ গরীব মুক্ত অইবো।
অই কুত্তা কি অইছে ? তুই কানতাছস? হা হা থাক কান্কাঁদিস না!! কান্দিস না!!!
অই কুত্তা কই যাস? ওহ আমি বুঝছি তুই ক্যান যাইতাছস! আমার কথাতো তুই ক্যান কারোরই পছন্দ হয় না। যদি হইতো তাইলে তো, তর লগে ডাস্টবিনের খাওনে ভাগ বহাইতাম না। ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাইতে পারো কোন সমস্যা নেই। আমি য়ার কথা কইতে পারি না। খুব কষ্ট হইতাছে, আমার পুরো শরীরে কেমন হইয়া গেছে। সব লোকেই আমারে ধইরা মারধর করে তাই আমার শরীর পচন ধরছে।
অই কুত্এতা তর লগে কথা কইতে কইতে আমি খিদার কথা ভুইলা গেছি। এহন খুব যন্ত্রনা করতাছে। আমি যদি মইরা যাই। তুই কোনহানে যাইস না, তুই আমারে খাইয়া ফালাইস! নইলে আমি মইরে গেলে আমার শরীরে পচন ধরবো তখন গন্ধে মানুষের কষ্ট অইবো। তুই যাইস না আমারে খাইলে অন্তত কেউ আমার শরিলডার উপর থু থু দিতে পারবো না। এহন একটু ভাললাগতাছে তু যাসনাই তাই। আমি আল্লার কাছে দোয়া করি "হে আল্লাহ দয়া করে আমার জীবনের মতো কাউকে জীবন দিওনা আর আমারে কষ্ট না দিয়া তোমার কাছে উডাইয়া লইয়া যাও, উচুতলার মানুষগুলারে আরো সম্পদ দিয়া সুখে রাখ, আমারে নিয়া দেশটারে তুমি দরীদ্র মুক্ত কর।
অই কুত্তা শুন একদিন এই দেশে আর গরীব থাকবো না, জাতীর অভিশাপ থাকবো না, দেশের শত্শেরু হইবো না, নেতারাও গালী দিয়া কইতে পারবো কিছু, আমি মইরা গিয়া দেশ জাতী নেতা গোরে সহযোগিতা কইরা গেলাম।
ঢাকা-বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ